আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস’ আন্তর্জাতিক আদালত (আইসিজের) রায়ের পরও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরো ভয়ংকর বেপরোয়া হয়ে উঠেছে শি”শু হ’ত্যা’কা’রী দ’খ’ল’দা’র ই’হু’দী ই’স’রা’ইল বা’হিনী। গত ২৪ ঘণ্টায় ই’স’রাইলি হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৭৪ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো কমপক্ষে ৩১০ জন। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার দুইশ’ ৫৭ জনে।
হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের বরাতে আজ রোববার ২৮ জানুয়ারী এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এদিকে গত শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত ই’সরা’ইলকে গ’ণ’হ’ত্যা বন্ধের নির্দেশ দেয়ার পরও, গাজায় গ’ণহ’ত্যা আরো হামলা জোড়ালো করেছে দ’খ’লদার ই’স’রাইল সরকার। ফলে দু’পক্ষের যুদ্ধবিরতি সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত।