১৮ই ফেব্রুয়ারি, ২০২৫, ১৮ই শাবান, ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যু!

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: খাগড়াছড়িতে  ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নুরুল কাদের চৌধুরী (২৭) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে।

রোববার দুপুরে জেলা শহরের টিঅ্যান্ডটি গেইট সড়কে একটি ট্রাক্টরের সঙ্গে  নিহত কাদের চৌধুরীর মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হলে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, নিহত নুরুল ব্যাটালিয়ন এলাকার আফসার হোসেনের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। সেখানকার স্থানীয়রা জানিয়েছে, নুরুল দুপুরে মোটরসাইকেলে করে বাজারের দিকে যাচ্ছিলেন, হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন কাদের। এ সময় তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেন। সেখান থেকে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে পথের মধ্যেই তার মৃত্যু হয়।

এদিকে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির হাসান জানিয়েছেন, এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এবং ট্রাক্টর  চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত