আওয়ার টাইমস নিউজ।
মুসলিম বিশ্ব ডেস্ক: ফিলিস্তিনের বিধ্বস্ত গাজা উপত্যকায় বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফেরানোসহ স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য প্যারিস বৈঠক শেষে আশা জাগানিয়া কোন খবর আসেনি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। তবে গাজা নিয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠকে ইসরাইল, মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ছিলেন। বৈঠকে সিআইএ প্রধানও নিজেও উপস্থিত ছিলেন তবে কোন সমাধানে আসতে পারিনি এ বৈঠকে।
এ বিষয়ে ইসরাইলের শীর্ষস্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলেও এখনো আলোচনায় অনেক ফাঁক রয়ে গিয়েছে। রোববারের বৈঠক চলার সময় কোনো কোনো সংবাদসংস্থা জানায়, আলোচনা ফলপ্রসূ হচ্ছে। তবে বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে ওই বৈঠকে কোন পজিটিভ সিদ্ধান্ত আসেনি।