আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচেই মাশরাফির সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটের বিশাল ব্যাবধানে বিধ্বস্ত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
মাশরাফির দল আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামের বিলাল খানের অসাধারণ বোলিংয়ে মাত্র ১৩৭ রানের পুঁজি পায় সিলেট দল। দুর্বল এ লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিম ও টম ব্রুসের জোড়া ফিফটিতে ১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় চট্টগ্রাম। ফলে পাঁচ ম্যাচে চার জয় নিয়ে বিপিএল পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেল সাগরিকা দল চট্টগ্রাম।
এদিকে সিলেটের একটানা চার ম্যাচ হারের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কে দায়ী করছে ক্রিকেট সমর্থকরা।