১৮ই ফেব্রুয়ারি, ২০২৫, ১৮ই শাবান, ১৪৪৬

ফি’লিস্তিনি কি’শোর’ লায়ানকে গুলি করার মুহূর্তের ‘ভয়ংকর রোমহর্ষক’ অ’ডিও প্র’কাশ’ অডিওটি শুনতে নিউজে ক্লিক করুন…

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি কিশোর লায়ান হামাদেহকে গুলি করে হত্যার সময় ধারণ করা একটি অডিও রেকর্ডিং প্রকাশ করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)।

মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ওই অডিও রেকর্ডিংটি প্রকাশ করে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী ওই সংস্থাটি।

প্রকাশিত ওই রেকর্ডিংয়ে ১৫ বছর বয়সী লায়ানকে বলতে শোনা যায়, “তারা (ই’স’রাইলি সে’নারা) আমাদের লক্ষ্য করে গু’লি করছে…ট্যাংকটি আমার সামনেই রয়েছে।

এসময় চিৎকার করে ওঠে শিশু লায়ান এবং সাথে সাথেই গুলির শব্দ শোনা যায়। এর পরপরই সে নিস্তব্ধ হয়ে যায়।

পিআরসিএস আরো জানায়, সেখানেই লায়ানকে হত্যা করে ই’স’রাইলি সেনারা হয়। আর অন্যদিকে গাড়িতে থাকা ৬ বছর বয়সী শিশু হিন্দকে দ’খলদার সেনা ও তাদের ট্যাংক চারদিক থেকে ঘিরে ধরে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত