আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পৃ’থি’বী’র ই’তি’হাসে নি’কৃ’ষ্টত’ম দ’খ’ল’দা’র ই’হু’দী জাতী ই’স’রা’ই’ল কর্তৃক বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ই’সরাইলি হা’য়ে’নাদের না’রকীয় হ’ত্যা ও ধ্বংসযজ্ঞ বিশ্বের বিবেককে নাড়া দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। গা’জার মা’জলুম মানুষের মানবেতর জীবনচিত্র দেখে বিশ্বের লাখো কোটি মুক্তিকামী মানুষের হৃদয় ভেঙ্গে গেলেও, নিরব নির্বিকার ই’সরাইল ও তাদের প্রধান দোসর মার্কিন যুক্তরাষ্ট।
তবে এবার ই’স’রাইলি হামলায় বিধ্বস্ত গাজার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেরেদোস আধানম গেব্রেয়াসুস। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় গাজার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে একটি বৈঠকে সেখানের পরিস্থিতিকে ‘নরক’ হিসাবে উল্লেখ করেন তিনি।
এ সময় ওই বৈঠকে গা’জায় স্থায়ী যুদ্ধবিরতির আহবান জানিয়ে গেব্রেয়াসুস বলেন, ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে ১৯৯৮-২০০০ সাল পর্যন্ত চলা যুদ্ধের সময় বাঙ্কারে সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছিলেন তিনি। নিজের অভিজ্ঞতার কারণে বিশ্বাস করি, যুদ্ধ কোনো সমাধান আনে না। যুদ্ধ আরও, আরও ঘৃণা, আরও যন্ত্রণা, আরও ধ্বংস ডেকে আনে।