আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: তামিমের ফরচুন বরিশালের শেষ ছয় বলে জয়ের জন্য প্রয়োজ ছিল ১৮ রান। দাসুন শানাকার প্রথম বলেই মেহেদি হাসান মিরাজের মারলেন অসাধারণ এক ছয়। পরের বলে সিঙ্গেল নিলে স্ট্রাইকে যান ৪২ বছর বয়সী পাক সাবেক পাক অধিনায়ক শোয়েব মালিক, লংকান বোলার শানাকার তৃতীয় চার এবং চতুর্থ বিশাল বড় ছয় মেরে বিপিএলে এখন পর্যন্ত অপরাজিত থাকা শক্তিশালী দল খুলনাকে প্রথমবারের মতো হারের স্বাদ উপহার দিলেন।
মিরাজ মালিকের শেষ ওভারের বিধ্বংসী ব্যাটিং ঝড়ে ২ বল হাতে রেখেই খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়ে ৩য় জয় নিয়ে মাঠ ছাড়ে তামিমের ফরচুন বরিশাল।