আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আগামী দু’সপ্তাহের মধ্যেই জানা যাবে জাতীয় দলে সাকিব আল হাসান আসবে কি আসবেনা। অবশ্যই মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এমনটিই জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
এবারের বিপিএলে অসাধারণ পারফরম্যান্স করা মাহমুদউল্লাহ রিয়াদকে অটো চয়েস মানতেও নারাজ মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সিরিজের দল চূড়ান্ত করা হবে।