আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ও ব্রিটিশ সেনাদের বিমান হামলার কয়েক ঘণ্টা পরই ইয়েমেনের রাজধানী সানায় সমগ্র সশস্ত্র গোষ্ঠি হুতি বিদ্রোহীরা মার্কিন ও ব্রিটিশ বিরোধী বিক্ষোভ সমাবেশ করে, সমগ্র ইয়েমেনজুড়ে ছড়িয়ে পড়ে মার্কিন ও ব্রিটিশ তাদের এ বিক্ষোভ সমাবেশ।
এ সময় অস্ত্রশস্ত্র নিয়ে কুচকাওয়াজের আয়োজন করে হুতি সমর্থকরা জানান দিলো, মার্কিন জোটের হামলায় এতোটুকুও ভয় পাননি তারা। খবর ব্লুমবার্গের।
এদিকে হুতিরা কামান ও রাইফেল আর ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে করেন প্যারেড। সমাবেশ থেকে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা দেন হুতি সদস্যরা। পাশাপাশি ইয়েমেনের ভূখণ্ডে এমন আগ্রাসনের কঠোর প্রতিশোধের হুঁশিয়ারিও দেয় হুতিরা।
এ সময়ে হুতির একজন সদস্য স্পষ্ট করে বলেছেন, যেকোনো পরিস্থিতির জন্য ইয়েমেনি জনগণ প্রস্তুত। ইয়েমেনের সব নাগরিকই একেকজন আল্লাহর সৈ’নিক যু’দ্ধা। নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর পাশাপাশি আমেরিকান ও ব্রিটিশ শত্রুদের মোকাবিলা করতেও আমরা সবসময়ই তৈরি আছি। আরেক হুতি সদস্যের ভাষ্য, আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বৃদ্ধ থেকে যুবক ইয়েমেনের সব নাগরিকই অস্ত্র নিয়ে তৈরি আছে। যারা ইয়েমেনে হামলা চালিয়েছে, তাদের স্পষ্ট ভাষায় বলতে চাই– এসব হামলায় আমরা বিন্দুমাত্র ভয় পাই না।