আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সরকার বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল আফ্রিকার দেশ হাইতি। সোমবার (৬ ফেব্রুয়ারি) দেশটির রাজধানীতে হাজার হাজার মানুষ নামেন সরকার বিরোধী আন্দোলনে। এক সংবাদ প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।
ওই প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের অভিযোগ, অপরাধ সামাল দিতে ব্যর্থ প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। দেশটির ক্ষুব্ধ জনগণের অভিযোগ, তাদের সরকার প্রধান দেশের জনকল্যাণে কিছুই করেননি তিনি জনগণের নিরাপত্তা দিতে সম্পুর্ন ব্যর্থ। দেশটিতে দিন দিন বেড়েই চলেছে অপহরণ, ছিনতাই, যৌন হয়রানি বা হত্যাকাণ্ডের মতো সব ভয়াবহ অপরাধ।