আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হলো চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা’র। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দেশটির লাগো রাংকো শহরের একটি হ্রদে বিধ্বস্ত হয় ওই হেলিকপ্টারটি। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স তাদের একটি সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানায়।
ওই প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় বেঁচে যান বাকি তিন আরোহী। নিহত চিলির সাবেক এ প্রেসিডেন্টের বয়স হয়েছিলো ৭৪ বছর। দুর্ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে চিলির নৌবাহিনী কতৃপক্ষ।