আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে জাতীয় নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণার পর বড় চমক দেখাচ্ছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। এখন পর্যন্ত পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৩ আসনে জয় পেয়েছেন। এগিয়ে আছেন আরও ৩টি আসনে।
অন্যদিকে, নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) জয় পেয়েছে মাত্র দুটি আসনে। এগিয়ে আছে আরো ৩টি আসনে। তবে এরইমধ্যেই জয় নিশ্চিত করেছেন দলটির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এছাড়া, বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জয় পেয়েছে একটি আসনে।