আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দ’খ’ল’দা’র ই’স’রায়েলি প্রতিরক্ষা বাহিনীর ভয়াবহ বোমাবর্ষণের ফলে ফিলিস্তিনের রাফাহ এলাকায় নারী ও শিশুসহ কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর ওয়াফা নিউজ।
ওয়াফা নিউজ আরো জানিয়েছে, ই’স’রা’ইলি বা’হিনী রোববার মধ্যরাত থেকেই ফিলিস্তিনের রাফা এলাকায় ভয়াবহ বোমা ও মিসাইল হামলা শুরু করে, ই’স’রা’ইলিরা বিমান ও যুদ্ধজাহাজ থেকে এসব মারণাস্ত্র ছোড়ে। যেগুলোর লক্ষ্য ছিলো, সবুরা এলাকায় অবস্থিত ‘আর রাহমা’ মসজিদ, মাদ্রাসা ও আল-হুদা এলাকার ‘ইয়ুবনা ক্যাম্প। আইডিএফ’এর হামলা থেকে বাঁচতে দুটি স্থানে আশ্রয় নিয়েছিলেন কয়েক হাজার গাজাবাসী।