
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আগামী ৫ বছরের মধ্যে দেশের আইটি খাতে কমপক্ষে ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান তৈরি করা হবে বলে জানিয়েছেন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘চাকরি মেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী আহমেদ পলক।
এসময় তিনি আরও বলেন, ‘আইসিটি খাতের জন্য নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে আগামী ৫ বছরে স্মার্ট বাংলাদেশের ভিত্তি রচনা করা হবে। এতে এ খাত থেকে ৫ বিলিয়ন ডলার রফতানি আয় আসবে। পাশাপাশি ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ আকর্ষণ করা হবে। এছাড়া আগামী ৫ বছরে আইটি খাতে ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান তৈরি করা হবে।’