আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দ’খ’ল’দা’র ই’হু’দি’বা দী ই’সরায়েল বাহিনী। একাধিক শহরে চালানো ভয়াবহ এই সিরিজ বোমা হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৯ জন। নিহতদের মধ্যে দুই হিজবুল্লাহ যোদ্ধা থাকলেও বাকিরা সবাই লেবাননের বেসামরিক নাগরিক বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বুধবার দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ন’জি’রবিহীন ব’র্বর এ হামলা চালায় ই’সরাইল বাহিনী।
জনা গিয়েছে, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলি এক সেনা নিহতের জেরেই এমন হামলা চালানো হয়েছে বলে দাবি তেল আবিবের।