২৪শে জানুয়ারি, ২০২৫, ২৩শে রজব, ১৪৪৬

তিউনিসীয় উপকূলে নৌকায় ভয়াবহ আগুন লেগে বাংলাদেশি-সহ কমপক্ষে ৯ জন নিহত!

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া উপকূল থেকে সাগরপথে ৫২ জন অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ইউরোপ যাওয়ার পথে একটি নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে জানিয়েছে লিবিয়া বাংলাদেশের দূতাবাস।

এদিকে স্থানীয় সময় শ‌নিবার (১৭ ফেব্রুয়ারি) ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশীয় দূতাবাস জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি লিবিয়া উপকূল থেকে ৫২ জনের একদল অভিবাসী সাগর পথে ইউরোপের উদ্দেশে যাত্রা করে। পরে তিউনিসীয় উপকূলে তাদের বহনকারী নৌকাটিতে হঠাৎ অগ্নিকাণ্ডের দূর্ঘটনা ঘটে। পরবর্তীতে তিউনিসিয়ার নৌবাহিনী নৌকাটি থেকে ৯ জন অভিবাসীর মৃতদেহ এবং ৪৩ জনকে জীবিত উদ্ধার করে।

এদিকে জীবিত উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ২৬ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এ দুর্ঘটনায় মারা যাওয়াদের বেশিরভাগিই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বাংলাদেশীয় দূতাবাস।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত