আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চলতি অর্থবছরে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ পেলেও তা পর্যাপ্ত নয় বলেছেন বাংলাদেশ সরকারের মাননীয় জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
তিনি এ খাতে আরও অর্থ সহযোগিতা বাড়াতে জাতিসংঘের কাছে অনুরোধ করেছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি গোয়েন লুইসের সাথে বৈঠকে এ আবেদন জানান বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
রাজধানীর পরীবাগে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠকে বসেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। আলোচনা হয়, জলবায়ু পরিবর্তন মোলাবেলায় বাংলাদেশের সক্ষমতা ও সংকট মোকাবেলা পরিস্থিতি নিয়ে। ঘণ্টাব্যাপী বৈঠকে কথা হয়েছে- সংকট সমাধানে জাতিসংঘের পদক্ষেপ এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে করণীয় প্রসঙ্গে।