আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে বিধ্বস্ত করেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৩৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম। ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারালেও কাইল মায়ার্সের ঝড়ো ফিফটির সঙ্গে অধিনায়ক তামিম ইকবালের অপরাজিত অর্ধশতকে ৩১ বল হাতে রেখেই জয় তুলে নেয় তামিমের বরিশাল। এই জয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো তামিম বাহিনী।