
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ই’হুদি ই’স’রা’ইলের ভয়াবহ হামলায় বিধ্বস্ত ফি’লিস্তিনের গাজায় জীবন বাঁচাতে আগাছা, পশু খাদ্য যে, যা পারছে ক্ষুধার যন্ত্রণায় খাচ্ছে। ফলে এসব খাদ্যের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই।
গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) গাজার উত্তরাঞ্চলে পশুর খাদ্য খেয়ে এক শিশুর মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
ওই প্রতিবেদনে বলা হয়, আশঙ্কাজনক অবস্থায় আরও এক শিশু। পশুর খাদ্য দিয়ে তৈরি রুটি খেয়ে বমি করতে শুরু করে দুই ভাই। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় একজনের। ভয়াবহ বিপর্যয় ঠেকাতে খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহে ব্যবস্থা গ্রহণের জন্য, আবারও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কতৃপক্ষ।