আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাল্টাপাল্টি হামলা এখনও চলমান রয়েছে লেবানন ও ইসরায়েল সীমান্তে। হিজবুল্লাহর বেশ কয়েকটি ঘাঁটিতে সামরিক অভিযানের কথা জানিয়েছেন দ’খ’ল’দা’র ই’সরাইলি হা’য়ে’নার তে’ল আ’বিব।
লেবাননের কাফরা, সিদ্দিকাইন ও হুলা এলাকায় গোলাবর্ষণ করেছে দ’খ’ল’দা’র ই’হু’দি’ তেল’আবিব বাহিনী। দক্ষিণে একটি গ্রামের মধ্যে ভয়আ বোমা হামলায় মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতরা বেসামরিক বলে জানিয়েছে লেবাননের জাতীয় গণমাধ্যমগুলো।