
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে একটি চিনিকলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, খবর পেয়ে দ্রুত বাংলাদেশ ফায়ার সার্ভিসের কমপক্ষে ১৩ ইউনিট দীর্ঘ সময় দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে, কিন্তু সময় যত যাচ্ছিল আগুন নিয়ন্ত্রণ করা ততটাই কঠিন হয়ে পড়ছিল
এরপর আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর দল। রাতভর আগুন নেভানোর কাজ করতে থাকে, অবশেষে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট ও বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনী মিলে দীর্ঘ সময় ধরে কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুন পুরোপুরি নিবার্পণে জন্য এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে ইছানগরে এস আলম রিফাইন্ড সুগার মিলে হয় এ অগ্নিকাণ্ড। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট।
সাথে যোগ দেয় নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা।