আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ। ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউজে দেশটির ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শাহবাজ শরিফ।
সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউজ আইওয়ান-ই-সদরে পিএমএল-এনের প্রধান শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করিয়েছে প্রেসিডেন্ট আরিফ আলভি।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি’র চেয়ারম্যান এবং জোটসঙ্গী বিলাওয়াল ভুট্টো-জারদারি, সেনা প্রধান জেনারেল আসিম মুনিরসহ সিন্ধ, পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রীরা।