আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ টি-টোয়েন্টিতে লংকানদের দেয়া ১৭৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে লংকান অপরিচিত আনকোরা বোলার নুয়ান থুসারাকে হ্যাট্রিক উপহার দিয়ে বাজেভাবে সিরিজ হারলো বাংলাদেশ দল।
আন্তর্জাতিক ক্রিকেটে আজ টাইগারদের বিপক্ষেই ছিল থুসারার সর্বোচ্চ বোলিং পারফরম্যান্স, এর আগে আফগানিস্তানের বিপক্ষে ৪৮ রান দিয়ে উইকেট শূন্য ছিল ২৯ বছর বয়সী এই বোলার, অথচ বাংলাদেশের বিপক্ষে ২০ রানে ৫ উইকেট নিয়ে কেরিয়ার সেরা পারফরম্যান্স করলো থুসারা।
বাংলাদেশ দলের ব্যাটারদের বাজে ব্যাটিংয়ে সহজ ম্যাচটি হেরে যায় টাইগাররা। এই উইকেটেই অসাধারণ অনবদ্য ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছে লেগ স্পিনার রিশাদ হোসাইন,অথচ টপ অর্ডারা সম্পূর্ণ ব্যর্থ! কিভাবে জিতবে টাইগাররা?? যদি দায়িত্বশীলরা দায়িত্বহীন ব্যাটিং করে।