১৮ই ফেব্রুয়ারি, ২০২৫, ১৮ই শাবান, ১৪৪৬

মোজায় ‘আল্লাহ’ লিখা, মালয়েশিয়ার একটি দোকানে ককটেল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ‘আল্লাহ’ লেখা মোজা বিক্রির জন্য মালয়েশিয়ার একটি সুপার মার্কেটে মলোটভ ককটেল নিক্ষেপ করা হয়েছে। ককটেল বিস্ফোরণের কারণে দোকানটির প্রবেশপথে আগুন লেগে গিয়েছিল বলে জানিয়েছে দেশটির স্থানীয় পুলিশ। শনিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

ওই প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার কেকে সুপার মার্কেটের বিরুদ্ধে মহান ‘আল্লাহ’র নাম খচিত মোজা বিক্রির অভিযোগে কোম্পানির মালিক চাই কি কান এবং তার স্ত্রী কোম্পানির পরিচালক লোহ সিউ মুইয়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনার কয়েক দিনের মধ্যেই দোকানটিতে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

মালয়শিয়ার রাষ্ট্রধর্ম ইসলাম। দেশটিতে ৩ কোটি ৪০ লাখ মুসলিম বসবাস করেন। পবিত্র রমজান মাসে সুপার মার্কেটে মানুষ কেনাকাটার জন্য গিয়ে মোজায় ‘আল্লাহ’ লিখা দেখতে পায়। ইতোমধ্যে, মোজার ছবি অনলাইনে ছড়িয়ে পড়ায় চলছে বিতর্ক। মালয়েশিয়ার রাজা ও রাজনৈতিক নেতারা এর তীব্র সমালোচনা করেছেন, এবং মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার ব্যবসায়ী চাইয়ের নিন্দা করেছেন। সেই সাথে তিনি দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও এ বিষয়ে ‘কঠোর পদক্ষেপ’ নেয়ার ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত