
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্কঃ ফি’লিস্তিনের গাজায় আবারও নির্বিচারে হামলা চালিয়েছে পৃ’থিবীর ই’তিহাসে সবচেয়ে নি’কৃষ্ট জাতি ই’হুদী ইসরায়েলের হা’য়েনার দল। শনিবার (৩০ মার্চ) ই’সরায়েলি বাহিনীর হামলায় নারী ও শিশুসহ প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৭ জন ফিলিস্তিনি নাগরিক। ওই হামলায় আহত হয়েছেন আরও ৩০ জন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের একটি সংবাদ প্রতিবেদনে জানিয়েছে,হামলার শিকার সবাই ত্রাণবাহী ট্রাকের পাশেই অবস্থান করছিল। এ সময় ই’স’রাইলি সেনারা তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালালে ১৭ জনের মৃত্যু হয়।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, এবারও হামলায় টার্গেট করা হয় আল কুয়েত গোলচত্বরের ত্রাণবাহী ট্রাক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয় সেখানে। আরও কয়েকটি স্থানেও খাদ্য সরবরাহকারী ট্রাকে গোলবর্ষণের ঘটনা ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী। সাহায্যপ্রার্থী ফিলিস্তিনিরা গত কয়েক সপ্তাহ ধরে গাজার ওই মোড়ে জড়ো হচ্ছেন এবং চলতি বছরের জানুয়ারি থেকে তারা একের পর এক ইসরায়েলি হামলার শিকার হচ্ছেন বলে জানা গিয়েছে।