আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আগামী জুলাই মাসের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের দেশ স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স তাদের একটি সংবাদ প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিষয়ে স্পেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইএফই জানিয়েছে, মধ্যপ্রাচ্য সফররত স্প্যানিশ প্রধানমন্ত্রী জর্ডানের আম্মানে এক বৈঠকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার এই সময়সীমার কথা জানিয়েছেন
প্রধানমন্ত্রী পেদ্রো। এবং ইতিমধ্যেই তার প্রক্রিয়াও শুরু হয়েছে। এই সফরে কাতার ও সৌদি আরবও যাবেন স্পেন প্রধানমন্ত্রী।
এদিকে এর আগে, গত ২২ মার্চ ইউরোপের চার দেশ স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টা জানায়– তাদের দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রক হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত। তারা বলে, যুদ্ধকবলিত এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় এটি।