আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদরের সন্ধ্যানে ২৭ রমজানের রাতে পবিত্র ভূমি মক্কার কাবা প্রাঙ্গণে জড়ো হন ২৫ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলিম। কাবার মাসজিদুল হারাম ও তার আশপাশের প্রাঙ্গণ কানায় পূর্ণ হয়ে যায়।
সৌদি আরবের স্থানীয় মিডিয়াগুলোর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ( ৫ এপ্রিল ) ২৭ রমজানের রাতের পবিত্র কাবা শরিফে হাজির হন ২৫ লাখের বেশি মুসলিম। লাইলাতুল কদরের সন্ধানে কাবা প্রাঙ্গণে প্রার্থনায় সমবেত হন তারা।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসলিম ওমরাহ পালন করতে, ইশা, তারাবিহ এবং কিয়াম আল লাইলের নামাজ আদায় করতে কাবা প্রাঙ্গণে জড়ো হন। এদিনের নামাজ কাবা শরিফের প্রধান ইমাম শায়েখ আবদুল রহমান আল-সুদাইসের নেতৃত্বে বিশেষ দোয়ার মাধ্যমে শেষ হয় মুনিজাত। শায়েখ সুদাইসি অশ্রুসিক্ত মোনাজাতে বলেছেন” ‘হে.. আল্লাহ্ ফিলিস্তিনে আমাদের ভাইদের বিজয় দান করুন সাথে সাথে আমীন আমীন বলতে থাকেন ২৫ লাখ মুসল্লি, হাজার হাজার মানুষ কান্নায় ভেঙে পড়েন।