আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসফাহান শহরে হামলা চালিয়েছে দ’খলদার ইসরায়েলি হায়েনাররা।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাতে এ হামলা চালানো হয়। তবে ইরান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইস্পাহানের আকাশে তিনটি ড্রোন ধ্বংস করে ভূপাতিত করে ইরানের বিপ্লবী সেনাবাহিনী।
শুক্রবার (১৯ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন, ইস্পাহানের আশেপাশের পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত সংবাদ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে ইস্পাহানের আকাশে তিনটি ড্রোন দেখা যায়, সাথে সাথে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং তারা মুহূর্তেই আকাশেই এসব ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে।