আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: অবসর ভেঙ্গে পাকিস্তানের ক্রিকেট পাগল সমর্থকদের ২০২৪ বিশ্বকাপ জিতানোর স্বপ্ন নিয়ে পাকিস্তান দলে ফিরলেন ক্রিকেট বিশ্বের অন্যতম বিধ্বংসী পেস বোলার মুহাম্মদ আমীর।
আমীর একটি ইন্টারভিউতে জানিয়েছেন, আমি যখন ২০০৯ সালে জাতীয় দলে আসি, তখন আমরা টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এরপর দ্বিতীয় বার আমি যখন ২০১৭ সালে জাতীয় দলে ফিরে আসি, তখন আমরা ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিতেছিলাম।
আমাকে আবার জাতীয় দলে ফিরিয়ে আনার জন্য, আমার উপর বিশ্বাস রাখার জন্য আমি ক্রিকেট বোর্ড এবং শাহীন আফ্রিদিকে কৃতিত্ব দিতে চাই।
পাকিস্তান ২০২১ সালে টি টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এবং ২০২২ সালে ফাইনাল খেলেছে, কিন্তু এখন ২০২৪ সাল! আর আমি এখানে এসেছি ফাইনাল জিততে।
আমি এখানে শুধুমাত্র একটি লক্ষ্য নিয়ে এসেছি এবং তা হল আবার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়া।