আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দ’খ’ল’দা’র হায়েনা ই’হু’দীবাদি ই’সরায়েলের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ নিহত হয়েছেন ৩৪ হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন এক লাখেরও বেশী মানুষ।
ই’সরাইল কতৃক এমন ভয়াবহ হত্যাযজ্ঞ চলমানের মাঝেও ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখা যায় হাজার হাজার ফিলিস্তিনি হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের। সাথে সবসময়ই দেখা যায় বাবা-মা হারানো নিষ্পাপ ফিলিস্তিনি শিশুদেরও, যাদের ওপর এখন পর্যন্ত নামাজ ফরজ হয়নি, এরপরও মহান রবের সন্তুষ্টির অর্জনের জন্য এসব শিশুরা সবসময় নামাজ আদায় করছে। দ’খলদার ই’সরাইলের এমন হত্যাযজ্ঞ পরও ফিলিস্তিনি এসব শিশুদের সৃষ্টিকর্তা মহান রব আল্লাহর প্রতি এমন ভালোবাসা দেখে তাদের প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা, সাথে ইসরাইলের প্রতি তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করছে বিশ্বের কোটি কোটি মানুষ।