আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সম্প্রতি সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ্ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যে, পবিত্র ওমরাহ ভিসার মেয়াদ উত্তীর্ণ হবে ১৫ জিলকদ। এর আগে ওমরাহ্
ভিসার মেয়াদ ২৯ জিলকদ পর্যন্ত থাকত। কিন্তু এবার পবিত্র শহর মক্কা ও মদিনায় হজযাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতেই এই উদ্যোগ নিয়েছে সৌদি আরব সরকার। একটি সংবাদ প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের শীর্ষ সংবাদ মাধ্যম গালফ নিউজ।
ওই প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ২৪ মে, অর্থাৎ জিলকদ মাসের ১৫ তারিখ পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন বিদেশি ওমরাহকারীরা। এই তারিখের মধ্যেই সবাইকে সৌদি আরব ছাড়তে হবে। মূলত জিলহজ মাসের শুরু থেকে পবিত্র হজ মৌসুম শুরুর প্রস্তুতির অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে।