আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে দ’খল’দার নি’কৃষ্ট ই’হুদী জাতি ই’সরাইল।
কিন্তু তেল আ’বিবের পাঠানো অস্ত্রকে ই’রানি বাচ্চাদের খেলনা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান।
শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
এদিকে আবদুল্লাহিয়ানের এমন মন্তব্যের পর এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরাইল।