আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফি’লিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের মালাচেই হাশালোম চৌকির কাছে একটি ফি’লিস্তিনি পতাকায় লাথি দেওয়ার সাথে সাথেই ভয়াবহ বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে দ’খলদার ই’হুদিবাদী এক ই’সরায়েলি সেনা।
রোববার (২১ এপ্রিল) ই’সরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজের এক সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফি’লিস্তিনের পতাকায় লাথি মারার ঘটনার সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, পশ্চিম তীরে একটি রাস্তার ধারে খোলা স্থানে উড়ছিল ফি’লিস্তিনের একটি পতাকা।
ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে নামেন এক ই’সরায়েলি সেনা। পরে তিনি পতাকাটির দিকে হেঁটে গিয়ে সজোরে লাথি দেন। সাথে সাথেই পতাকার সঙ্গে যুক্ত বোমার বিস্ফোরণ ঘটে। ফলে গুরুতর আহত হন ওই ই’সরাইলি সেনা।