আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনে ই’সরাইলি সেনাবাহিনীর পাঁচটি ইউনিট চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব ঘটনা গাজায় চলমান অভিযানের আগেই সংঘটিত হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
ওই বিবৃতিতে এমনটিই জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। পররাষ্ট্র দফতরের মুখপাত্র ভেদান্ত প্যাটেল জানিয়েছেন, পশ্চিমতীর ও জেরুজালেমে ইসরায়েলি বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর যেকোনো ইউনিটের বিরুদ্ধে মার্কিন সরকারের এ ধরনের ঘোষণা এটিই প্রথম।
নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম ও ধর্ষণকে এ ধরনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। ৫টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিটই মানবাধিকার লঙ্ঘন বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বলেও জানায় স্টেট ডিপার্টমেন্ট।