আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: অবশেষে এক হাজার একশত ১ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক।
আজ শুক্রবার (৩ মে ২০২৪) বেলা ১১ টায় তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন।
তথ্যটি নিশ্চিত করেছেন মাওলানা মামুনুল হকের ভাগিনা মাওলানা এহসানুল হক। তিনি এক পোস্টে উল্লেখ করেন।’ইবনে শাইখুল হাদীস মুক্ত পৃথিবীতে। আলহামদুলিল্লাহ।
উল্লেখ্য, ২০২১ সালের ১৮ এপ্রিল হেফাজতে ইসলাম বাংলাদেশের এই প্রভাবশালী নেতাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
এদিকে হেফাজতের এই শীর্ষ নেতার মুক্তির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তার অনুসারীরা খুশিতে আত্মারা হয়ে শুকরিয়া স্বরূপ বিভিন্ন পোস্ট দিতে থাকে। এরপর হাজার হাজার কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মাওলানা মামুনুল হককে ছাদ খোলা গাড়িতে করে ফুলের মালা গলায় দিয়ে স্লোগান দিতে দিতে তাকে বরণ করেন।