আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফি’লিস্তিনের গাজা উপত্যকায় নি’কৃষ্ট ই’হুদী ই’সরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদে দ’খলদার এ ই’হুদী দেশটির সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করলো তুরস্ক। সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রমসহ বন্ধ রাখা হয়েছে লেনদেনের কার্যক্রমও।
বৃহস্পতিবার (৩ মে) একটি বিশেষ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত ই’সরাইল সরকার গাজায় বাধাহীনভাবে পর্যাপ্ত ত্রাণ সরবরাহের অনুমতি দেয়, ততদিন পর্যন্ত তুরস্কের এ সিদ্ধান্ত বহাল থাকবে।