আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চলতি ২০২৪ এর ৭ জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেটা সবচেয়ে বেশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে এবং দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই এ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ সময় বিরোধী রাজনৈতিক দলগুলোর সরকার বিরোধী আন্দোলনের সমালোচনাও করেন তিনি।
ঢাকায় গণভবনে এক সংবাদ সম্মেলনে চলতি বছরে হয়ে যাওয়া সংসদ নির্বাচন, আমেরিকার ছাত্রবিক্ষোভ, উপজেলা নির্বাচন, চলমান খরা পরিস্থিতি, মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে কথা বলার সময় তিনি এসব কথা বলন।