আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফি’লিস্তিনের গাজার দক্ষিণের শহর রা’ফায় হামলা চালালে দ’খ’ল’দা’র ইসরায়েলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু হায়েনা বাহিনীর দল মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি উপেক্ষা করে বৃহস্পতিবার ট্যাংক ও যুদ্ধবিমান দিয়ে পূর্ব রাফায় ভয়াবহ হা’মলা চালিয়েছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নি’কৃষ্ট ব’র্বর জাতি ই’হু’দী ই’সরায়েল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বার্তা সংস্থা রয়টার্স তাদের একটি সংবাদ প্রতিবেদনে এমন খবর নিশ্চিত করেছে।
মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতির আলোচনা অব্যাহত থাকায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ বলেছে, তাদের যোদ্ধারা শহরের পূর্ব উপকণ্ঠে ই’সরায়েলি ট্যাংকগুলোতে অ্যা’ন্টি ট্যাংক রকেট ও মর্টার গান নিক্ষেপ করেছে।
এদিকে গাজার সবচেয়ে বড় শহুরে এলাকা রাফার বাসিন্দারা এবং চিকিৎসকেরা জানিয়েছেন, একটি মসজিদে ই’সরায়েলি হামলায় কমপক্ষে তিনজন নিহত ও অনেকেই গুরুত্বর আহত হয়েছেন। তবে শহরটি এখনো ই’সরায়েলি স্থল বাহিনী তাদের দখলে নিতে সক্ষম হয়নি।
ঘটনাস্থলের একটি বিশেষ ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, ই’সরাইলের হামলায় মসজিদের মিনারটি ধ্বংসস্তূপে রয়েছে, এবং আরো দুটি লাশ কম্বলে মোড়ানো ও একজন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।