আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দ’খ’লদার ই’হুদী ই’জরাইল কর্তৃক বিধ্বস্ত ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার একটি প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে পাস হয়েছে। বিষয়টি ইতিবাচকভাবে পুনর্বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার প্রস্তাবটির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ফিলিস্তিনকে নতুন সদস্য করার পক্ষে ভোট দিয়েছে ১৪৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ সর্বমোট ৯টি দেশ। ভোট দেয়া থেকে বিরত ছিল ২৫টি দেশ।
কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি সংবাদ প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।