আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মিথ্যা স্বপ্নপূরণের জন্য আমেরিকা আর আসবে না। দলটি ষড়যন্ত্র করে ভারতের সাথে সম্পর্কও নষ্ট করেছিল বলেও অভিযোগ আনেন উবায়দুল কাদের।
শনিবার (১১ মে) রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে একথা বলেন তিনি।
এসময় ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতি নিয়ে মন্ত্রী বলেন, ভারত আমাদের বন্ধু, আমরা কারও দাসত্ব করি না। ভারত ও ভারতীয় পণ্য নিয়ে আবারও নাটক শুরু করেছে বিএনপি। ভারতের কাছে আমরা বন্ধুত্ব চাই। কারণ এটা দেশের স্বার্থেই দরকার। শত্রুতা করে যে ক্ষতি হয়েছে ২১ বছর, সে অবস্থায় আর ফিরে যেতে চাই না।
বিএনপির প্রতি হুঁশিয়ারি দিয়ে উবায়দুল কাদের বলেন, খেলা আবারও হবে, প্রস্তুত থাকেন। পালাতে পালাতে বুড়িগঙ্গার পঁচা পানিতে ডুবে মরতে হবে বিএনপি নেতাকর্মীদের।