
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফি’লিস্তিনের স্বা’ধীনতাকামী সশস্ত্র সংগ’ঠন হা’মাস নিয়ন্ত্রিত গা’জার জা’বালিয়ায় রাতভর বিমান হামলা চালিয়েছে নি’কৃষ্ট ই’সরায়েলি বাহিনী।
সোমবার ফি’লিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, তারা ই’সরাইলের হামলার পর কমপক্ষে ২০ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করেছেন। এবং এ হামলায় আহত হয়েছে আরো বহু ফিলিস্তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ানের একটি লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।