আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দ'খ'ল'দা'র ই'সরায়েলি আ'গ্রাসনে ফিলিস্তিনের গাজায় প্রাণহানি সংখ্যা ছাড়ালো ৩৫ হাজার।
গেল রোববার (১১ মে) এক বিবৃতিতে হামাস নিয়ন্ত্রিত ফি'লিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি তাদের এক সংবাদ প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে দ'খ'ল'দা'র ই'সরায়েল। দক্ষিণ গাজার রাফাসহ বিভিন্ন শহরে জোরদার করেছে ভয়াবহ বিমান হামলা। সেখানে ২৪ ঘণ্টায় ভয়াবহ তান্ডব চালিয়ে কমপক্ষে ৬৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে পৃ'থিবীর ই'তিহাসে স'বচেয়ে নি'কৃ'ষ্টতম ভয়ং'কর বর্বর জাতি ই'হু'দি' ই'স'রাইল।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শুধুমাত্র রাফা শহরেই ১৮ জন ফি'লিস্তিনিকে হত্যা করেছে ই'স'রাইলি বাহিনী