আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে
৪ টা বিশাল আকারের ছক্কা এবং ১ টা চার মেরেছেন, একশত কেজিরও বেশি ওজনের বিধ্বংসী বেটার আজম খান।
যার স্ট্রাইক রেট ৩০০.০০, ১০ বলে ৩০ রান করে নট আউট।
আজম খান এটাই জানান দিচ্ছেন, ব্যাটিংয়ের বিধ্বংসী কোয়ালিটি এবং স্ট্রোক ৩০০ থাকলে শরীরের বাড়তি ওজন কিছু যায় আসে না। ইতিমধ্যেই আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ এ সিরিজ জিতে নিল সফরকারী পাকিস্তান দল।