আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, আমরা (যুক্তরাষ্ট্র) বাংলাদেশের গত জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। আমরা চেয়েছিলাম বাংলাদেশে একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচন হোক।
আজ বুধবার (১৫ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মার্কিন মন্ত্রী ডোলান্ড লু।
এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে লু বলেছেন, র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা, শ্রম আইন ও মানবাধিকার নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এসব বিষয়ে বাংলাদেশের তদন্তের অগ্রগতি দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে দুর্নীতিরোধে আমরা একসঙ্গে কাজ করতে চাই।
এ সময় তিনি আরো বলেন, গত জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে ঢাকার সঙ্গে ওয়াশিংটনের একটি অস্বস্তিকর সম্পর্ক তৈরি হয়েছিল। আমরা এখন বিশ্বাসের সম্পর্ক পুনরুদ্ধার করতে চাই। আমরা চাই সামনের দিকে এগিয়ে যেতে।