আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদকঃ বৈশ্বিকভাবে চরম অস্থিরতা চলছে,যার কারণে সব দিক থেকেই প্রচণ্ড চাপের মধ্যে আছে বাংলাদেশ।
তাই এবারের বাজেটে জিডিপির হার কিছুটা কম হবে, তবে পরবর্তীতে তা ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার (১৭ মে) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অর্থনীতির বড় বড় সংজ্ঞা বুঝি না উল্লেখ করে তিনি জানান, তিনি শুধু বোঝেন দেশের মানুষের উন্নয়ন।
এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, রফতানির ক্ষেত্র তৈরি করার পাশাপাশি নিজেদের বাজারও তৈরি করতে হবে। বেসরকারি খাত যত বেশি উন্নত হবে কর্মসংস্থান ততোবেশি বাড়বে। আরও কী কী পণ্য রফতানি করা যায় তা অর্থনীতিবিদদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।