আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক; মহাগ্ৰন্থ পবিত্র কুরানের আংশিক পুড়ে যাওয়া দুটি পৃষ্ঠা সংবলিত খামে দেখে চমকে হঠাৎ উঠেছিলেন ইতালিতে বসবাস করা হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা। তার আগ পর্যন্ত দেশটির বন্দর শহর মনফালকোনের মুসলিম বাসিন্দারা ২০ বছরের বেশি সময় ধরে তুলনামূলকভাবে শান্তিতে বসবাস করে আসছিল। খবর দ্য গার্ডিয়াকমুন।
হঠাৎ ইতালিতে থাকা প্রবাসী মুসলমানদের ওপর নামাজের নিষেধাজ্ঞা জারি করাকে মেনে নিতে পারছেন না মুসলিম বিশ্ব।