আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে দায়ী করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
মঙ্গলবার (২১ মে) কাজাখস্তানে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
রুশ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমেরিকার তৈরি উড়োজাহাজের যন্ত্রাংশ সরবরাহের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আমেরিকানরা এটি অস্বীকার করে। কিন্তু সত্য হলো, যেসব দেশের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, তারা খুচরা যন্ত্রাংশ পায় না। এর ফলেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।, মার্কিন নিষেধাজ্ঞার কারণে হুমকিতে বিশ্বের এভিয়েশন খাতের নিরাপত্তা।