আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বের নতুন দলের নাম মার্কিন যুক্তরাষ্ট্র, যে দেশের মানুষ কিনা ক্রিকেট খেলা পছন্দও করে না, ঠিক এমন একটি দুর্বল নতুন দলের সাথে হেরেছে বাংলাদেশ দল। এমন হার কোন ভাবেই মেনে নিতে পারছেন না টাইগার সমর্থকরা! বাংলাদেশ দল যখন উইএসের বিপক্ষে সিরিজটি হেরে যায়, তখন যাসামাজিক যোগাযোগ মাধ্যমে এক টাইগার ক্রিকেট ভক্ত লিখেছেন দুর্বল আমেরিকার কাছে নির্লজ্জভাবে হেরে হাস্যকর যুক্তি দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে টাইগার নির্বোধ অধিনায়ক নাজমুল শান্ত।