আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাওহীদ হৃদয়ের বিধ্বংসী ব্যাটিং ও তাসকিন মুস্তাফিজ ও রিশাদের বোলিং তাণ্ডবে চিরশত্রু শ্রীলঙ্কাকে ২ উইকেট হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ ক্রিকেট দল।
আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল, তাসকিন, মুস্তাফিজ, রিশাদের অসাধারণ বোলিং নৈপুণ্য শ্রীলঙ্কাকে মাত্র ১২৪ রানের মধ্যে বেঁধে ফেলে টাইগাররা, ১২৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দল।