আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি হা’য়েনা সে’নাবাহিনীর দল। হা’য়না ই’সরাইলের এ বর্বর হামলায় নিহত হয়েছেন আরও কমপক্ষে ২৮৩ নিরীহ ফি’লিস্তিনি। ফলে এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৭ হাজারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের বেশিরভাগই ছিল নারী ও শিশু।
এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় এখন পর্যন্ত ৮৪ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। সোমবার (১০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা নাদোলু।